হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন বছরে দেশটির প্রথম শক্তিশালী অস্ত্র পরীক্ষা। দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গত বুধবার ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
কেসিএনএ বলছে, এ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। উত্তর কোরিয়া এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানাল।