পরমাণু সমঝোতা পুনরায় সচলের পথে মার্কিন নিষেধাজ্ঞাই সবচেয়ে বড় বাধা বলে মনে করছে রাশিয়া। ভিয়েনা সংলাপে এমন মন্তব্য করেছেন রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তবে যুক্তরাষ্ট্র বলছে, চলতি সপ্তাহেই ভিয়েনা সংলাপের বেশ আগ্রগতি হবে বলে আশা ওয়াশিংটনের।
তবে ইউরোপীয় অন্যান্য সদস্যরা বলছে, যুক্তরাষ্ট্র যেহেতু সমঝোতা থেকে বেড়িয়ে গেছে, তাই দেশটিকে চুক্তিতে ফের অর্ন্তভূতির জন্য তেহরানকে বেশি এগিয়ে আসতে হবে। যদিও ইরান বলছে নিধেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে অনঢ় ইব্রাহিম রাইসির সরকার। ইরানের দাবির পক্ষে সুর তুলেছে রাশিয়াও। সমঝোতার পুণরায় কার্যকরে এটিকে বড় প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছে মস্কো।