পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি আর টেস্ট সিরিজ শেষ করে যেন বেঁচেছে বাংলাদেশ। দুটি সিরিজেই পারফরম্যান্স মুখ লুকানোর মতোই। প্রতিটি ম্যাচেই ব্যাটিং–বোলিং শঙ্কার জন্ম দিয়েছে। টেস্ট সিরিজে টপ অর্ডার ব্যাটিং এতটাই বাজে হয়েছে যে মনে হচ্ছে গোটা সিরিজটাই বাংলাদেশ খেলেছে টপ অর্ডার ব্যাটিং ছাড়াই।
হতাশার এই সিরিজ শেষে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডের পথে। কোভিড স্বাস্থ্যবিধি মানার পর ২০২২ সালের প্রথম দিন থেকেই শুরু হবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ। ঘরের মাঠে, চেনা পরিবেশ আর উইকেটে পাকিস্তানের বিপক্ষে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের আঙিনাতেই টেস্ট কঠিন এক পরীক্ষা।
বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক যে পারফরম্যান্স, তাতে নিউজিল্যান্ড সফর নিয়ে আরও বড় আশঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। না জানি কী অপেক্ষা করছে নিউজিল্যান্ডে!
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য নিরাশাবাদীদের দলে পড়েন না। নিউজিল্যান্ড সফর নিয়ে যথেষ্ট আশাবাদী নির্বাচক। তিনি মনে করেন, নিউজিল্যান্ডের মাটিতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
আজ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আশা দেখিয়েছেন, এর সপক্ষে যুক্তিও দিয়েছেন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ বেশ সময় পাচ্ছে অনুশীলনের জন্য। অনুশীলন ম্যাচও আছে। আশার দিকটা হচ্ছে, নিউজিল্যান্ডে যাওয়ার আগে এখানে দুটি টেস্ট খেলে গেছে দল। দুটি অনুশীলন ম্যাচের পর টেস্টে মাঠে নামবে খেলোয়াড়েরা। আমার বিশ্বাস, আমরা ঘুরে দাঁড়াব।’