বিগত কিছু দিন ধরেই সংক্রমণের হার বাড়ছে ভারতে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার, ৪ জানুয়ারি, গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ অবস্থায় দেশটির রাজধানী দিল্লিতে সাপ্তাহিক কারফিউ জারি করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৭ হাজার ৩৭৯ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। যা বিগত ৪ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত সেপ্টেম্বরে ভারতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছিল। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।