ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষের মিলনমেলার আয়োজন সাময়িক স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। পরিস্থিতি স্বাভাবিক হলে মিলনমেলার পরবর্তী তারিখ জানানো হবে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ ও মহাসচিব রঞ্জন কর্মকার। মিলনমেলা সাময়িক স্থগিত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তাঁরা।