জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নিপুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছে আপিল বোর্ড। আজ সন্ধ্যায় এফডিসিতে ডাকা এক সভায় এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান
জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নিপুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছে আপিল বোর্ড। আজ সন্ধ্যায় এফডিসিতে ডাকা এক সভা শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। আজ সন্ধ্যায় এক সভায় তিনি এ সিদ্ধান্ত জানান।
ভোট কেনাসহ নানা অভিযোগে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আজ দুপুর থেকে উত্তপ্ত ছিল এফডিসি প্রাঙ্গণ। ভোটাধিকার হারানো ১৮০ জন শিল্পী সেখানে মিছিল নিয়ে প্রবেশ করে স্লোগানে উত্তাপ ছড়াচ্ছেন। সমস্বরে ‘জায়েদ খানের পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ চিৎকারে জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তাঁরা। আজ শনিবার বিকেল পাঁচটায় দুই সাধারণ সম্পাদককে নিয়ে সভা আহ্বান করেছে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশমতো সেই সভার মূল দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। এরই মধ্যে এফডিসির মূল ফটক থেকে ক্যানটিন, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, বাগান, মান্না ডিজিটাল কমপ্লেক্সের আঙিনা—সর্বত্র আজ শিল্পীদের পদচারণায় উত্তপ্ত হয়ে ওঠে।