চীনের চংচিং শহরে বিস্ফোরণে ভবনধসের ঘটনা ঘটেছে। এতে আটকা পড়েছেন অন্তত ২০ জন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি একটি ক্যানটিনে গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। এতে পাশের ভবনটিও ধসে পড়ে। ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়েছেন অনেকে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজ চালাতে ২৬০ জনের একটি বড় টিম ও ৫০টি গাড়ি পাঠিয়েছে দুর্ঘটনাস্থলে।
চীনের দমকলবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে।