সাংবাদিক জামাল খাশুগজি খুনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে জার্মানির ফেডারেল আদালতে মামলা করেছে রিপোর্টাস উইদাউট বর্ডারস (আরএসএফ)।
মামলার এজাহারে সৌদি আরবে আরো ৩৪ জন সাংবাদিককে বিনাবিচারে কারাগারে বন্দি করে রাখার কথাও বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক খাশুগজিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে এ দাবি করার চারদিন পর এই মামলা হলো।
জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, কালসরুহে নগরীতে জার্মানির অন্যতম শীর্ষ ফেডারেল আদালতে সোমবার মামলাটি করে আরএসএফ৷ বলা হয়, যুবরাজ মোহাম্মদ মানবতাবিরোধী অপরাধ করেছেন।
মামলার বিষয়ে আরএসএফ জার্মানির পরিচালক ক্রিশ্চিয়ান মির বলেন, ‘‘জার্মানিতে এ মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু হলে সেটা হবে সৌদি আরবে হওয়া মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বের প্রথম ফৌজদারি তদন্ত।”
মামলার এজাহারে আসামীর তালিকায় যুবরাজ মোহাম্মদ ছাড়াও সৌদি আরবের আরো চারজন শীর্ষ কর্মকর্তার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যাদের মধ্যে একজন যুবরাজের ঘনিষ্ঠ উপদেষ্টা সৌদ আল-কাহতানি।