জ্বালানির মূল্যবৃদ্ধির পর সৃষ্ট অসন্তোষ থেকে চলতি সপ্তাহে কাজাখস্তানজুড়ে যে ভয়াবহ বিক্ষোভ ও সহিংসতা হয়েছে, ১৯৯১ সালে স্বাধীনতার পর দেশটিতে আর কখনো এমন পরিস্থিতি দেখা যায়নি।
বিক্ষোভে এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে, তাদের মধ্যে ৪০০-র বেশি হাসপাতালে ভর্তি বলে কাজাখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা তাস।
প্রথম দিকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও পরে রাজনৈতিক নানান অসন্তোষও তাতে যুক্ত হয়।
এক পর্যায়ে প্রেসিডেন্ট কাসেম-জোমার্ট তোকায়েভ ‘বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী গ্যাংয়ের’ সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সহায়তা চান।