ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে। কিন্তু সেখানে নেই ভারতের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন তিনি। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক গণসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ‘বিগ ডে’র প্রস্তুতির জন্য ছুটি নিয়েছেন বুমরা। এই ‘বিগ ডে’ বলতে তিনি যে বিয়েকে বুঝিয়েছেন, তা আর বলতে! কারণ, প্রেমিকা দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনও যে সবকিছু ফেলে ছুটিতে গেছেন। তাই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের ইঙ্গিত এই দিকেই। বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার যশপ্রীত বুমরা ও দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা।
সম্পাদক ও প্রকাশকঃ নিয়ন মাহবুব,
সুয়াগঞ্জ, সদর দক্ষিন, কুমিল্লা
—-যোগাযোগ—-
খবরঃ ০১———, সার্কুলেশনঃ০১——–
বিজ্ঞাপনঃ ০১——-
ই-মেইলঃ niyonami@gmail.com